পর্যটন বিচিত্রা ডেস্ক
মারিয়া ত্রিপোদি দুই দিনের সফরে গত মঙ্গলবার বিকেলে ঢাকায় আসেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে ইতালি থেকে এটিই প্রথম কোনো মন্ত্রী পর্যায়ের সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত না হওয়ায় উদ্বেগ জানান। এর পরিপ্রেক্ষিতে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।
অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরো বিনিয়োগের জন্য ইতালির প্রতি আহবান জানান। তিনি ইতালির উপমন্ত্রীকে জানান, বর্তমান সরকার, বিশেষ করে বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরো ভালো ব্যবসার পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।