পর্যটন বিচিত্রা প্রতিবেদন
মেলায় প্রায় অর্ধশত স্টলে শীতকালীন নানা পিঠাপুলির পসরা বসে। সুস্বাদু পিঠার স্বাদ ও গন্ধে বিমোহিত হন দর্শনার্থীরা।
বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের এই উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বারস এবং অন্যান্য ক্লাবের সদস্যরা পিঠার স্টল দেন। স্টলগুলোতে ছিল বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার। আয়োজকরা জানান, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর মমত্ববোধ থেকেই এমন আয়োজন। গ্রাম বাংলার রীতি যেন টিকে থাকে ইট-পাথরের শহরে সেই প্রচেষ্টাই তাদের। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। গল্প, আড্ডায় মাতেন সবাই।