পর্যটন বিচিত্রা ডেস্ক
মেলার শুরু থেকেই দর্শক ছিল প্রচুর কিন্তু বিক্রি তুলনামূলক কম হলেও প্রকাশকরা ধারণা করেছিলেন মেলার মাঝামাঝি সময়ে বিক্রি প্রতিবারই বেশি হয়। এই সময়ে প্রকৃত বইপ্রেমীরা মেলায় আসে, উল্টেপাল্টে নিজেদের পছন্দের লেখকের বই খুঁজে বের করে তুলে নেন নিজের ব্যাগে। প্রকাশকরা নিজেদের স্টোর থেকে বই সাজিয়ে রাখছেন স্টলে।
মেলায় বেড়েছে বহুমুখী চাহিদা। অনুবাদ সাহিত্যের চাহিদাও বেড়েছে। ইসলামি নানা বইয়ের বঙ্গানুবাদ খুজতে মাদরাসা শিক্ষার্থীদেরও দেখা যায়।