পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ভ্রমণে বের হয়ে একজন ভ্রমণকারীর যে অভ্যাসগুলো অন্যদের বিরক্তির কারণ হতে পারে তার কয়েকটি নমুনা দেওয়া হলো ‘বেস্টলাইফ’ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
ভাষার বিড়ম্বনা
দেশের মধ্যেই কোনো অঞ্চলে বেড়াতে গিয়ে ওই এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা কমবেশি সবাই করেন। তবে কথায় আছে এক দেশের গালি আরেক দেশের বুলি। বেড়াতে গিয়ে সামান্য জ্ঞান নিয়ে আঞ্চলিক ভাষা বলা কিংবা বিদেশি ভাষা বলার সময় এই প্রবাদটা ভালোভাবে মাথায় রাখা উচিত। কারণ আপনার উচ্চারণের ভুলের কারণে আপনার নিষ্পাপ কোনো কথাও অপরজনের জন্য অপমানজনক হতে পারে।
সেলফি
বেড়াতে গিয়ে ছবি তো তুলবেনই। তবে সেসময় আশপাশের মানুষগুলোর অসুবিধা হচ্ছে কি-না সেদিকেও নজর রাখা উচিত। বেড়াতে গিয়ে মুহুর্মুহু ছবি তুলতে থাকলে আপনি নিজে যেমন ওই স্থানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তেমনি সঙ্গীরাও আপনার জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়বে।
পোশাক
বেড়াতে যাওয়া সময় মানুষ ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরবে এটাই স্বাভাবিক। তবে সেই পোশাকটাও ভদ্র হওয়া সম্ভব। যা পরে ঘুমিয়ে ছিলেন তাই পরে বেরিয়ে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে। যানবাহনে অনেকগুলো মানুষ একটা লম্বা সময় একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকেন।
ভিন্ন খাবারে অনীহা
নতুন জায়গায় গিয়ে শুধু সেখানকার পরিবেশ নয় সেখানকার ভিন্ন ধরনে খাবার পরখ করে দেখার মধ্যেও রোমাঞ্চ লুকিয়ে আছে।
অতিরিক্ত মালপত্র
বেড়াতে যাওয়া সময় ব্যাগ যত হালকা হবে ততই আপনার জন্য সুবিধা। বিদেশে বেড়ানো ক্ষেত্রে অতিরিক্ত মালপত্রের জন্য বাড়তি পয়সাও গুনতে হতে পারে। তাই যে জিনিসগুলো না নিলেই নয়, শুধু সেগুলোই সঙ্গে নিন। মনে রাখতে হবে আপনি বেড়াতে যাচ্ছেন, সংসার পাততে নয়।
যানবাহনে জুতা মোজা খোলা
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন মানেই বদ্ধ জায়গা। সেখানে সামান্য গন্ধ হতে পারে বিপজ্জনক। কারণ তা সেখানেই ঘুরতে থাকবে পুরো সময় জুড়ে। তাই বিমান কিংবা অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনে চড়ার পর জুতা মোজা খুলে ফেলাটা বোকামি হবে। তবে যদি আপনি নিশ্চিত থাকেন আপনার পায়ে দুর্গন্ধ হয় না সেক্ষেত্রে কথা ভিন্ন।
যানবাহনের লোকদের সঙ্গে দুর্ব্যবহার
ব্যবহারেই বংশের পরিচয়, আর একটা যানবাহনে সব বংশের মানুষই থাকতে পারে। বাসের সুপারভাইজার থেকে বিমানের ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট’ পর্যন্ত সবাইকেই যাত্রী ফরমায়েশ মেটাতে হয়। তাই এই মানুষগুলোর সঙ্গে দুর্ব্যাবহার করবেন না। ধৈর্য্য রাখতে হবে, গলা উঁচু করা যাবে না।
স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার
বেড়াতে যাওয়া মানেই ভিন্ন পরিবেশ, সংস্কৃতি ও মানসিকতার মানুষের সঙ্গে মেলামেশা হবে। সেই ভিন্ন পরিবেশে গিয়ে ওই পরিবেশের মানুষগুলোকে নিয়ে হাসি তামাশা করাটা হবে প্রচণ্ড অপমানজনক। আবার ক্ষেত্রবিশেষে তা আপনার নিজের জন্যও বিপজ্জনক হতে পারে।