পর্যটন বিচিত্রা ডেস্ক
নতুন ১১ গন্তব্যের মধ্যে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, ইন্দোনেশিয়ার বালি, মিসরের এল-আলামেইন, ইতালির ভেনিস, সাইপ্রাসের লারনাকা, গ্রিসের অ্যাথেন্স ও হেরাকলিওন, ফ্রান্সের নিস, স্পেনের মালাগা, তুরস্কের আনাতোলিয়া ও ওমানের সালালাহ।
গত বছর সৌদিয়া এয়ারলাইন্সের আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বাড়ে। এরপর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাত্রীদের নিয়ে আসার এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা এয়ারলাইন্সটির বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
সৌদি আরব থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ দেশটির জাতীয় পর্যটন পরিকল্পনার অংশ। এর লক্ষ্য হলো, ২০৩০ সালের মধ্যে ১৫০ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ১ দশমিক ৬ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করা। তা ছাড়া পরিকল্পনার আরেকটি উদ্দেশ্য হলো দেশের মোট অভ্যন্তরীণ আয়ের মধ্যে পর্যটনের অবদান বাড়ানো।