কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলায় এর চরফ্যাশন উপজেলা কুকরী মুকরী ইউনিয়ন অবস্থিত একটি দ্বীপ (চর)। এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত। কুকরি মুকরির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকভাবে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই। ধারণা করা হয় যে ১৯১২ সালে এই চর জেগে উঠে। এর আয়তন ৩ হাজার ৪০৩ বর্গকিলোমিটার।
স্থানীয়রা এই দ্বীপ বা চরকে ‘দ্বীপকন্যা’ নামে ডাকে। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরি-মুকরি। কুকরি-মুকরি ইউনিয়নটি হাজিপুর, বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিমপাড়া, চর পাতিলা ও শরীফপাড়া নিয়ে গঠিত। ওলন্দাজ-পর্তুগিজদের অভয়ারণ্য বলে পরিচিত চর কুকরি-মুকরিতে প্রায়ই দেশি-বিদেশি পর্যটক আর ভ্রমণপিপাসুদের সমাগম হয়।