■ পর্যটন বিচিত্রা ডেস্ক
দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়া বিভাগ। পাশাপাশি দেশটির শিক্ষা মন্ত্রণালয় ১ হাজার ৩৫০টি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ আরও কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।
এছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে জার্মানির রাইন নদীর পানি কমে গেছে। নদীর পানি কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌরুটে পণ্যবাহী জাহাজে মালামাল পরিবহন কঠিন হয়ে পড়েছে। জাহাজগুলোকে কম পণ্য নিয়ে চলাচল করতে হচ্ছে, যে কারণে পরিবহন খরচও বেড়ে গেছে।
বলকান অঞ্চলের দেশগুলোও তীব্র গরমে ভুগছে। যদিও কিছু কিছু এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে।