পর্যটন বিচিত্রা ডেস্ক
আকাশের নীচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে পারবেন বারবিকিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার। গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন থাকবে আয়োজনে।
গ্রান্ডিওস রেস্টুরেন্ট আয়োজন করছে এক্সক্লুসিভ গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন বুফে ডিনার মাত্র। থাকছে সিলেক্টেড কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বারদের জন্য একটির মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ। এছাড়াও থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ।
আয়োজন চলবে ফেব্রুয়ারির ১৩ থেকে ১৫ তারিখ প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।