পর্যটন বিচিত্রা ডেস্ক
শুক্রবার কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভিসা ফ্রি ভ্রমণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও আলোচনা হয়।
বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্রের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে বেগবান করতে দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশি দূত।
অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে এটিকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত ড. মনিরুল।