পর্যটন বিচিত্রা ডেস্ক
সবার শেষে আফগানিস্তান। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। ব্রিটেনের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
সূচক মতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। এ বছরের সূচকে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে যেতে পারেন।
দ্বিতীয় অবস্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া, যারা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সূচকে তৃতীয় অবস্থানে থাকা সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ অবস্থানে আছে সাতটি দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন; গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড এই তিনটি দেশ আছে পঞ্চম অবস্থানে।
এ ছাড়া সূচকে ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য; সপ্তম অবস্থানে কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড; অষ্টম অবস্থানে এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত; নবম অবস্থানে আছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র। আর দশম অবস্থানে রয়েছে আইসল্যান্ড ও লিথুয়ানিয়া।