পর্যটন বিচিত্রা ডেস্ক
পর্যটন বিভাগের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি বলেন, বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে পর্বতারোহণের অনুমতির জন্য ফি ১১ হাজার মার্কিন ডলার থেকে বেড়ে ১৫ হাজার মার্কিন ডলার হবে। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো পর্বতারোহণের ফি বাড়ানোর ঘোষণা দিল নেপাল। খবর এএফপির।
তিনি বলেন, এক দশক ধরে পর্বতারোহণের ফি অপরিবর্তিত ছিল। এই ফি সংশোধনের এটাই উপযুক্ত সময়। শীতকাল বা বর্ষা মৌসুমের মতো কম জনপ্রিয় এবং বেশি চাহিদার সময়েও আরোহণের খরচও একই হারে বেড়েছে। যার মধ্যে শরৎকালে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার মার্কিন ডলার পর্যন্ত আরোহণ ফি বেড়েছে।
এভারেস্টে আরোহণের সবচেয়ে জনপ্রিয় মৌসুম এপ্রিল-মে মাস। আগামী এই মৌসুম থেকে সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুট ধরে যারা এভারেস্টে আরোহণ করবেন, তাঁদের এই বাড়তি ফি গুনতে হবে। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে এই পথ বেয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন।