পর্যটন বিচিত্রা ডেস্ক
সোমবার সন্ধ্যায় সম্মেলন কক্ষে চাঁদপর জেলার উন্নয়ন ও পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় জেলা প্রশাসক বলেন, ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনার চাঁদপুরকে দেশ ও বিশ্ব দরবারে পৌঁছে দিতে ৩টি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এরমধ্যে রয়েছে ৩ নদীর মোহনায় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, ডাকাতিয়া নদীর পাড়ে ডিসি পার্ক এবং ২৪ এর জুলাই ক্যাফে নামে একটি চত্বর গড়ে তোলা হবে। আর এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। এ সময় পরিকল্পনা বাস্তবায়নে তার স্বপক্ষে যুক্ততর্ক খণ্ডন করেন তিনি। বিশেষ করে জিআই পণ্য ইলিশ নিয়ে ব্যবসা, গবেষণা ইত্যাদির জন্য চাঁদপুরকে সমৃদ্ধ করা এর প্রধান লক্ষ্য। এটি বাস্তবায়নের জন্য চাঁদপুরবাসী এবং সরকারি বিভিন্ন দফতরের সহযোগিতা চান জেলা প্রশাসক।
তিনি আরো বলেন, চাঁদপুরে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আর তা যদি অনুমোদন পাওয়া যায়, তাহলে এতে নদীকেন্দ্রিক পর্যটন শিল্প যেমন বিকশিত হবে; একইসঙ্গে বিপুল কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় হবে। তবে এই জেলার রাজনৈতিক দলগুলোর নেতা এবং বিশিষ্টজনের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।