দোলমঞ্চ মন্দির উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিমি. পূর্ব দিকে ধামশ্রেণী নামক স্থানে অবস্থিত। জমিদার রানি সত্যবতীর (১৬৫৮-১৭৮৭ খ্রি.) নিযুক্ত ব্রাহ্মণ পুরোহিতের গৃহ প্রাঙ্গণে স্থাপিত এই মন্দিরটি এখন ভগ্নদশাগ্রস্ত।
এ স্থানে আরো কয়েকটি মন্দির আছে যেসব ১৮৯৭ সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটি বড় দিঘি রয়েছে। এর পাড়েই মন্দির ও দোলমঞ্চ অবস্থিত।