পর্যটন বিচিত্রা প্রতিবেদন
প্রতি মঙ্গলবার ফ্যামিলি-ডে তে ১০০০ টাকার টিকিট পাবেন মাত্র ৫০০ টাকায়। ফ্যামিলি-ডের অফারে আপনারা পাবেন— ফ্যান্টাসি কিংডম এন্ট্রি + ১২টি রাইড। এই অফার পেতে কমপক্ষে ২ জনের জন্য ২টি টিকেট কিনতে হবে। তবে সরকারি ছুটির দিনে অফারটি প্রযোজ্য নয়।
ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত এই বিনোদন পার্কটি। ফ্যান্টাসি কিংডম ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এই পার্কটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড; যা কনকর্ড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
এই থিম পার্কটি প্রায় ২০ একর জায়গাজুড়ে অবস্থিত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, ড্রাই পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে।
যেভাবে যাবেন
ঢাকার মতিঝিল থেকে মঞ্জিল পরিবহনে চড়ে মগবাজার, মহাখালি, উত্তরা, আব্দুল্লাহপুর ও আশুলিয়া হয়ে ফ্যান্টাসি কিংডম যাওয়া যায়। এছাড়া মতিঝিল থেকে হানিফ মেট্রো সার্ভিস নামের অন্য আরেকটি বাস শাহবাগ, শুক্রাবাদ, আসাদগেট, শ্যামলি, গাবতলি, সাভার, নবীনগর হয়ে যাতায়াত করে। বাস ভাড়া ৫০ থেকে ৭০ টাকা লাগতে পারে যা স্থান ভেদে পরিবর্তনশীল।