পর্যটন বিচিত্রা প্রতিবেদন
এতে বলা হয়, শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে ফের বিমান পরিষেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, এ ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরো দৃঢ় হবে বলে উল্লেখ করেন।