দিনাজপুর জেলার সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামে এ পঞ্চরত্ন মন্দির অবস্থিত। এ মন্দিরের রত্নসহ দেয়াল থেকে টেরাকোটার কারুকাজ ও অন্যান্য অলংকরণ বিলীন হয়ে গেছে। টিকে আছে কেবল মূল কাঠামো। নৃপতি রামনাথ ১৭৫৪ খ্রিষ্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন বলে জানা যায়।
দিনাজপুর জেলার সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামে এ পঞ্চরত্ন মন্দির অবস্থিত। এ মন্দিরের রত্নসহ দেয়াল থেকে টেরাকোটার কারুকাজ ও অন্যান্য অলংকরণ বিলীন হয়ে গেছে। টিকে আছে কেবল মূল কাঠামো। নৃপতি রামনাথ ১৭৫৪ খ্রিষ্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন বলে জানা যায়।
ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
পড়তে পড়তে গন্তব্যে …
পর্যটন বিচিত্রা
প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল
সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।
নিবন্ধন সালঃ ২০০৫
বাড়ি -৯৭/১, ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
ধানমন্ডি, ঢাকা-১২০৭
ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
ইমেইল: [email protected]
You cannot copy content of this page