পর্যটন বিচিত্রা ডেস্ক
খবরে বলা হয়, সারা দেশে ভারতের ৩২টি কয়লাখনি এলাকায় ইকো পার্কের প্রস্তাব রয়েছে। যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। এখন কয়লা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য ‘কয়লাখনি পর্যটন’।
তবে কয়লাখনি পর্যটনের বিকাশ ঘটাতে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেখানকার কয়লাখনিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে ইসিএল (ইস্টার্ন কোল ফিল্ড)। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ঝাঁঝরা কোলিয়ারিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের পুরো পদ্ধতি পর্যটকদের সরাসরি দেখানোর কথা ভাবা হয়েছে। তাতে জ্ঞানও বাড়বে। আবার পর্যটকরা আকর্ষিতও হবেন।
এই বিষয়ে ইন্ডিয়ান স্কুল অব মাইনসের উপদেষ্টা বিনয় দয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডে কয়লাখনি পর্যটনের প্রচুর সম্ভাবনা আছে। খোলামুখ খনিতে প্রচুর পানি থাকে। সেখানে ওয়াটার পার্ক গড়ে তোলা যায়। পাথর তোলার পরে সেখানে সবুজ গাছ লাগানো গেলে পর্যটকরা আকর্ষিত হবেন। আবার পরিবেশেরও উন্নতি হবে।’