ভিসা ছাড়াই যদি কোনো দেশ ভ্রমণ কিংবা বিয়ের পর নির্জনে একান্তে কিছু সময় কাটাতে চান তবে ঘুরে আসতে পারেন সৌন্দর্যের অপার লীলাভূমি দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। এ দেশটি ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে‘ ওয়ার্ল্ড বেস্ট টুরিস্ট ডেসটিনেশন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের স্বীকৃত সেরা ট্যুরিস্ট স্পট মালদ্বীপ ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। খরচ কমাতে চাইলে গরমের দিনে অর্থাৎ মে-জুন মাসে এখানে আসতে পারেন। বিভিন্ন এয়ারলাইন্সের প্যাকেজ দেখে বাছাই করে নিতে পারেন আপনার সেরা ও পছন্দের প্ল্যানটি।
সাধারণত ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ন এয়ার টিকিট, দুই রাত হোটেলে থাকা, বুফে ব্রেকফাস্ট, মালে এয়ারপোর্ট থেকে হোটেলে স্পিডবোটে পিক ড্রপসহ ফ্রি ওয়াইফাই সুবিধা পেতে জনপ্রতি ৫০ হাজার টাকা খরচ করলেই ঘুরে আসতে পারেন পৃথিবীর সেরা দর্শনীয় স্থানগুলোর একটিতে।
মালদ্বীপে ছোটবড় মিলিয়ে ১২০০ দ্বীপ রয়েছে। এর মধ্যেই প্রচুর কম দামে থাকার জায়গাও পাবেন। মালদ্বীপে হোটেল বা রিসোর্টের রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে দুই হাজার থেকে আট হাজার টাকা। রিসোর্ট যত বিলাসবহুল হবে, খাবারের খরচও তত বাড়বে। নানা বাজেটের হোটেল মিলবে। তাই সবচেয়ে ভালো হয় পুরো ট্যুর প্রাইভেট আইল্যান্ডে না থেকে দুটো মিলিয়ে কোনও প্ল্যান করলে।
এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসে। মালদ্বীপ নামের মধ্যেই কেমন যেন একটা তীব্র আকর্ষণ, মায়া রয়েছে। বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসেন, তাদের তো ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপ। তাই বাজেটের মধ্যে নিজেদের সাধ্যের মধ্যে খরচ করে ঘুরে আসতেই পারেন।