মৌলভীবাজারে আগামী ১০ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে নৃ-জনগোষ্ঠীর খাদ্য, পণ্য ও সংস্কৃতির প্রাণবন্ত উৎসব “হারমনি ফেস্টিভাল”। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ উৎসব।
“হারমনি ফেস্টিভাল”এ মৌলভীবাজার জেলার সকল নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বাহারি খাবার, তাদের উৎপাদিত নানা বর্ণের নানা ধরণের আকর্ষণীয় পণ্য পাওয়া যাবে; উপভোগ করা যাবে নৃ-জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১০ থেকে ১২ জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য “হারমনি ফেস্টিভ্যাল”এ অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।