পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৪ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন।
দুই বছর মেয়াদী (২০২৪-২০২৬) পরিচালনা পর্ষদে নবনির্বাচিত চেয়ারম্যান- মহিউদ্দিন হেলাল, (চেয়ারম্যান, ঢাকা ক্রুজ অ্যান্ড লজাস্টিক্স ও সম্পাদক, পর্যটন বিচিত্রা), ভাইস চেয়ারম্যান- খবির উদ্দিন আহমেদ (চেয়ারম্যান, শাহবাজ ট্যুরিজম লিমিটেড), সেক্রেটারি জেনারেল- শাহিদ হোসেন শামীম (স্বত্বাধিকারী, আজিয়ার ফেয়ার ট্রেড ট্যরিজম) ও কোষাধ্যক্ষ- মেজবাউল আলম (স্বত্বাধিকারী, স্পিড হলিডেজ) অফিস বেয়ারার হিসেবে নির্বাচিত হন।
এছাড়া ১৫ সদস্যের পরিচালনা পর্ষদে অন্যদের মধ্যে নির্বাচিত আরও ১১ জন পরিচালক হলেন- মনিরুজ্জামান মাসুদ (পরিচালক, মেঘ কাব্য ও গাংচিল লিমিটেড), ওয়াসিউদ্দিন আল মাসুদ (স্বত্বাধিকারী এনএক্স লজিস্টিক কর্পোরেশন), বোরহান উদ্দিন (ম্যানেজিং ডাইরেক্টর, গ্রিন হলিডে ট্যুরস ও ডেজারট এক্সপ্রেস, দুবাই), ফিরোজ সিকদার (পরিচালক, আরোনেট ইন্টারন্যাশনাল), নাফিসা ইসলাম লিপি (স্বত্বাধিকারী ফুড ক্যাডেট লিপিস ইউফোরিয়া), নাবেগা দুরদানা (পরিচালক, সাফারী প্লাস), এসএম শাহাবুদ্দিন (ম্যানেজিং ডাইরেক্টর, পার্ল বে ট্যুরিজম), মহিউদ্দিন খান খোকন (পরিচালক, হোটেল দি কক্স টুডে লিমিটেড), মাহমুদুর রহমান (পরিচালক, হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল) সুলতানা পপি (স্বত্বাধিকারী, রংধনু একাডেমি) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের নির্বাচিত কমিটি পর্যটন শিল্পে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে টেকসই বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।