হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান বিমানের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মো. ছিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয় ) মো. কামরুল হাসান খান।
ছিদ্দিকুর রহমান বলেন, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনে যাতায়াতের সমস্যা দূর হবে। বর্তমানে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি কম থাকলেও অদূর ভবিষ্যতে এই ফ্রিকোয়েন্সি আরও বৃদ্ধি পাবে। দুই দেশের ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই রুট বিমানের অন্যতম লাভজনক রুটে পরিণত হবে।
২০২২ সালের ১৮ আগষ্ট ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালু করে বিমান। বিমান জানিয়েছে, ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোম,বুধ ও শুক্রবার বিজি৩৬৭ স্থানীয় সময় ভোর ৫ টা ৩০ মিনিটে গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে। এই রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বিশেষ অফারে ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের টিকেট বিক্রি হচ্ছে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অফারকালীন ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ২৭ হাজার ৫১০ টাকা থেকে শুরু। যার ডিসকাউন্টে ২৫ হাজার ১০৩ টাকা। গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনি¤œ ভাড়া জনপ্রতি ১৬ হাজার ৩৬৩ টাকা থেকে শুরু। ডিসকাউন্টে ১৪ হাজার ১১১ টাকা।