সনি টিভি কিনলেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফ্রি স্টেকেশন সুবিধা দেয়ার কাজ শুরু করেছে জাপানি শিল্পগোষ্ঠী সনি করপোরেশন, সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
গেল জুলাইয়ে এ সংক্রান্ত সনি ও স্মার্টের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি সই হয়। চুক্তিতে সনি করপোরেশনের সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, স্মার্ট ইলেকট্রনিকসের পরিচালক মো. তানভীর হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার সই করেন।