ভ্রমণে আর পোশাকের গাট্টি-বোঁচকা টানার ঝামেলা করতে হবে না- পর্যটকদের জন্য তেমনই বন্দোবস্ত করতে যাচ্ছে জাপান।
বুধবার (৫ জুলাই) জাপান এয়ারলাইনসের এক ঘোষণায় জানানো হয়েছে, দেশটির জনপ্রিয় দ্বীপগুলোতে পর্যটকরা এখন থেকে ভাড়ায় পোশাক পরতে পারবেন।
আপাতত ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আর এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘যে কোনো পোশাক, যে কোনো স্থানে’। আকাশপথের যাত্রীদের যারা আগ্রহী, ওয়েবসাইটের মাধ্যমে একমাস আগে তাদের প্রয়োজনীয় পোশাকের চাহিদার কথা জানাতে হবে। নির্দিষ্ট সময়ে পোশাক চলে যাবে যাত্রীর দেওয়া ঠিকানায়। পোশাকের ভাড়া শুরু হবে তিন হাজার টাকার কিছু বেশি থেকে।