ভারতের উত্তর সিকিমে আটকে পড়া ২৩ বাংলাদেশিসহ দুই হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
ভারী বর্ষণে গত বৃহস্পতিবার (২২ জুন) উত্তর সিকিমের লাচুং, লাচেন-সহ বিভিন্ন এলাকায় ধস নামে। এতে দুর্গম এলাকার বিভিন্ন হোটেলে ভারতীয় ১৯৭৫ জন পর্যটক, ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং তিনজন সিঙ্গাপুরের আটকা পড়েন। শুক্রবার রাত থেকে সিকিম প্রশাসন এবং সেনা একসঙ্গে উদ্ধারকাজ শুরু করে। সেই সঙ্গে চলছে ধস সরানোর কাজও।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (১৭ জুন) পর্যটক ও সিকিমের বাসিন্দা মিলিয়ে দু’হাজারের বেশি মানুষকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করেছে সেনা। লাচুং ও লাচেনের মতো এলাকা থেকে পর্যটকদের নামিয়ে নিয়ে আসা হয়েছে নিরাপদ স্থানে।
উত্তর সিকিমের চুংথাংয়ে বহু পর্যটক আটকে পড়েছিলেন। রোববার (১৮ জুন) সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। বিকালের মধ্যে আটকে থাকা বাকি ৩০০ জনকেও উদ্ধার করা হয়।
ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অস্থায়ী সেতু বানিয়ে পর্যটকদের উদ্ধার করে তাদের খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা পর্যটকদের মধ্যে একজন অসুস্থ ছিলেন। তাকে স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন। তবে অসুস্থ ওই পর্যটক কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।