তেঁতুলিয়ায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। তেঁতুলিয়া থেকে পঞ্চগড় ফেরার পথে সড়কের দু’ধারেই চা বাগানের সমাহার। ডান দিকের বাগানগুলো ভারতের অংশে পড়েছে। তবে হাতের বাঁ দিকে শালবাহান রোড ধরে প্রায় দুই কিলোমিটার ভেতরে রয়েছে ময়নাগুঁড়ি টি এস্টেট। ছোট এ চা বাগানটি যেমন সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর এর পাশ দিয়ে বয়ে চলা ডাহুক নদী। এক সময়ের খরস্রোতা এ নদী মৃতপ্রায়। কিন্তু এর সুশীতল পানির ধারা যে কারো মন টানবে।
এখান থেকে বেশ কিছুটা সামনে সড়কের পাশেই টিটিসিএল চা বাগান। এখানকার মেঠোপথ ধরে একটু ভেতরে গেলেই বেশকিছু খোলা প্রান্তর। হাজারো পাখির কলকাকলিতে মুখর থাকে স্থানগুলো। তেঁতুলিয়ার কাজী এন্ড কাজী টি এস্টেট এখানেই। সমতল ভূমির এ চা বাগানগুলো ঘুরে ফেরার পথে দেখা যায় কমলা বাগান। পঞ্চগড়ের বিভিন্ন স্থানে এখন কমলার চাষও হচ্ছে।