পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে একটি ঐতিহাসিক ডাকবাংলো আছে। এর নির্মাণকৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। জানা যায়, কোচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। ডাকবাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশে তেঁতুলিয়া উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক কর্নার রয়েছে। স্থান দুটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মহানন্দা নদীর তীরঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন সুউচ্চ গড়ের উপর প্রায় ১৫/২০ মিটার উঁচুতে ডাকবাংলো এবং পিকনিক কর্নার অবস্থিত।