চাঁপাইনবাবগঞ্জ সদর তোয়ালা এবং এর চারণটির বিস্তার ৫ ইঞ্চি। কীর্তির বা হয়, স্থাপত্য উপজেলা থেকে প্রায় ২০ কিমি. পশ্চিমে ঝিলিম বাজার, আমনুরায় পীর আব্দুল্লাহ মাসউদ বা বুলন্দ শাহ (র.)-এর মাজার অবস্থিত।
তিনি আমনুরা এলাকায় ইসলাম প্রচারের কাজে নিজেকে উৎসর্গ করেন। বুলন্দ শাহের নামে এখানে একটি মহাবিদ্যালয় ও একটি নূরানী মাদ্রাসা গড়ে উঠেছে। প্রতিবছর দেশি-বিদেশি অনেক পর্যটক হজরত বুলন্দ শাহ (র.)-এর মাজার জিয়ারত করতে আসেন।