পর্যটন বিচিত্রা ডেস্ক
বিজ্ঞাপনের আদলে ‘সেল নাও অন, এভরিওয়ান মাস্ট গো’ স্লোগানে রোববার শুরু করা এই প্রচার নিয়ে ব্যাঙ্গ করেছেন নিউজিল্যান্ডের বিরোধীদলীয় রাজনীতিবিদরা থেকে শুরু করে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরাও। তারা এই স্লোগানকে ‘ক্লিয়ারেন্স সেল’ বা ‘শেষ হওয়ার আগেই দ্রুত কিনুন’ স্লোগানের সঙ্গে তুলনা করেছেন।
তাদের ভাষ্য, নিউজিল্যান্ডে চাকরি ছাঁটাই এবং দেশ ত্যাগের হিড়িকের মধ্যে অস্ট্রেলীয়দেরকে দেশটিতে ভ্রমণে আকৃষ্ট করার পরিবর্তে এই স্লোগান বরং অনেকটা ক্লিয়ারেন্স সেলের বিজ্ঞাপনের মতোই মনে হচ্ছে, যাতে ‘এভরিওয়ান মাস্ট গো’ এর সঙ্গে এও লেখা রয়েছে যে, ‘সেল নাও অন’, ইভেন ইউ ডু নট মিস’।
নিউজিল্যান্ড সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে অস্ট্রেলিয়ার বেতার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটনের এই প্রচারণা চালানোর জন্য ৫ লাখ নিউজিল্যান্ড-ডলার বরাদ্দ করেছে।
অনেকে আবার এই প্রচারের যে খরচ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পর্যটনের প্রচারে অর্ধলাখ ডলার খরচের বিষয়টি তাদের কাছে বিস্ময়কর ঠেকেছে। কেউ আবার ব্যাঙ্গ করে বলেছেন, সব অস্ট্রেলীয়রা ঢলের মতো নিউজিল্যান্ডে আসলে তাদেরকে অনেক পর্যটনস্থলেই অপ্রতুল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংকটে পড়তে হবে।