পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বেশকিছু সহজ কৌশল জানা থাকলে বিদেশের বিমানবন্দরেও অভিবাসন, নিরাপত্তাজনিত পরীক্ষা-নিরীক্ষা, লাগেজ নেওয়ার কাজটি আপনার অনেক সহজ হতে পারে।
পড়াশোনা
যে দেশে যাচ্ছেন সেই দেশের বিমানবন্দরের অফিশিয়াল সাইটে ঢুকে দেখতে পারেন, কোনো ম্যাপ বা টার্মিনাস সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে কি না। প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করে কোন গেট দিয়ে বের হলে কোনদিকে যাওয়া যায় জেনে নিন। বিমানবন্দরের কোন গেট দিয়ে বের হলে সুবিধা, কোনদিক দিয়ে যেতে হবে, সে বিষয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে পর্যটকদের কোনো ভিডিও রয়েছে কি না, খুঁজে দেখুন।
জরুরি অ্যাপ
মোবাইলের বিভিন্ন অ্যাপও কাজে লাগানো যায়। যে বিমান পরিবহন সংস্থার মাধ্যমে যাচ্ছেন, তাদের অ্যাপ, গুগল ট্রান্সলেটর মোবাইলে রাখলে সুবিধা হবে। বিমান কোথা থেকে ছাড়বে, কত দেরি হবে বা সময়ে রয়েছে কি না, এই ধরনের তথ্য বিমান সংস্থার নিজস্ব অ্যাপে পেয়ে যাবেন।
ই-গেট পাস
বিদেশের ব্যস্ত বিমানবন্দরগুলোতে ই-গেটপাসের সাহায্য ভিড় এড়ানো সহজ হয়। এজন্য বিমানবন্দরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়।
পরিবহনের উপায়
বিমানবন্দর গন্তব্যে পৌঁছানোর জন্য কী কী ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে আগাম ধারণা থাকলেও সুবিধা হবে। বিমানবন্দরের নিজস্ব ট্যাক্সি স্ট্যান্ডে ভিড় থাকতে পারে। ট্রেন বা বাসে গন্তব্যে পৌঁছানো যায় কি না, বিমানবন্দরে কোন গেট দিয়ে বের হলে বাস বা ট্রেন পেতে সুবিধা হবে, আগাম জেনে নিন। প্রয়োজনে টিকিটও কেটে রাখতে পারেন।
পোশাক
বিমানবন্দরে অনেক সময় পোশাকের জন্যও ঝামেলা পোহাতে হতে পারে। বেল্ট, জ্যাকেট থাকলে তা খুলে স্ক্যান করাতে হয়। জুতাও অনেক সময় খুলে নিরাপত্তারক্ষীরা দেখতে চান। ফলে বেল্ট ছাড়া কোনো পোশাক বেছে নিলে বারবার তা খোলা-পরার ঝামেলা থাকবে না। যে জুতা সহজে খোলা-পরা যায়, তেমনই কোনো একটি পরতে পারেন।