গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম এসকেএস ইন। শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে কলেজ রোডের এই এসকেএস ইন রেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট উত্তর জনপদের মানুষের রুচিশীলতার প্রতীক। সবুজের মায়ায় ঘেরা প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত নজরকাড়া প্রাকৃতিক পরিবেশের এসকেএস ইন রিসোর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ, কৃত্রিম ফোয়ারা, জিম, গেম জোন, উন্মুক্ত মঞ্চ, কিডস জোন, সুইমিংপুল, রেস্টুরেন্ট, সেমিনার কক্ষ, দৃষ্টিনন্দন পুকুর এবং কটেজ সহ বিভিন্ন আধুনিক স্থাপনা।
এসকেএস ইন রিসোর্টে প্রবেশ পথের ডান দিকে রয়েছে জলধারা নামক রেস্টুরেন্ট এবং একটি কৃত্রিম ঝর্ণা। রেস্টুরেন্ট- ঝর্ণা পেরিয়ে সামনে এগিয়ে গেলে পুকুর পাড়ে গাইবান্ধার বিখ্যাত স্থান, ফুল ও ফলের নামের রিসোর্ট চোখে পড়বে। প্রতিটি কটেজের সামনের পুকুরে আছে মাছ ও হাঁস আকৃতির বোট। অতিথিরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব বোটে চড়তে পারেন।