ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। এতে দৃষ্টিসীমা অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে প্লেনের শিডিউলে দেখা দিয়েছে বিপর্যয়। পরিবর্তন করতে হচ্ছে বহু ফ্লাইটের সময়সূচি। এছাড়া ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। একই অবস্থা ভারতসহ বিভিন্ন দেশে।
দিল্লিসহ উত্তর ভারতে কুয়াশার দাপটে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, উত্তর ভারত ক্রমাগত শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এবং এর মধ্যেই কুয়াশার পুরু স্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ঢেকে দিয়েছে। পুরো অঞ্চলজুড়ে বিমানবন্দরগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এতে করে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি পরিষেবা বাতিল করা হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ এবং টেকঅফ অব্যাহত থাকলেও যে ফ্লাইটগুলো লো-ভিজিবিলিটি ল্যান্ডিংয়ে সক্ষম নয়, সেগুলো বিদ্যমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে।
এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কুয়াশা ও তুষারঝড় প্রতিনিয়ত ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।