ইন্দোনেশিয়ায় প্রবেশে বাংলাদেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা (ভিসা ছাড়া ভ্রমণ) দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ।
৩০তম আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগদানের সময় জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদির সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ সময় ড. মোমেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হতে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইন্দোনেশিয়ার শক্তিশালী সমর্থনও চান ড. মোমেন।