নীলফামারী শহর থেকে সাত মাইল দূরে নীলসাগরের পূর্ব পাড়ে একটি হিন্দু মন্দির ও পশ্চিম পাড়ে একটি মুসলমান দরবেশের আস্তানা বিদ্যমান। প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমায় বারুনী স্নান উপলক্ষে এখানে মেলা বসে। মেলা চলাকালীন সন্ধ্যায় ফকির-দরবেশদের দেহতত্ত্ব গানের আসর বসে।