যমুনা নদীর পশ্চিম তীরে শাহজাদপুর উপজেলায় এই দরবার শরিফ অবস্থিত। তরিকতের বিশিষ্ট পীর হিসেবে খ্যাত মোহাম্মদ ইউনুস আলী ১৮৮৬ সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুরে জন্ম গ্রহণ করেন। তিনি খাজা এনায়েতপুরী নামে বেশি পরিচিত ছিলেন।
খাজা এনায়েতপুরী নক্সাবন্দ-মুজাদ্দেদী তরিকার অনুসারী ছিলেন। তিনি তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও জড়িত ছিলেন। এই পীর ১৯৫২ সালে মৃত্যুবরণ করেন। প্রতিবছর তার মৃত্যু দিবসে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত মুরিদগণ তার মাজারে সমবেত হন।