পর্যটন বিচিত্রা ডেস্ক
তিনদিন ব্যাপী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দপুর বিমানবন্দর নিয়ে আলোচনা হয়। কার্য-অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন জেলার হাওড় অঞ্চল ও নদী এলাকায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে।
নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীতকরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
হাওড় এলাকায় পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে ‘হুউম্যান ওয়েস্ট ডাম্পিং স্টেশন’ স্থাপন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।
রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু ও সংলগ্ন এলকায় প্যাকেজিং হাউস/শিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
গাজীপুর জেলায় পর্যটন শিল্প বিকাশের অংশ হিসেবে হোটেল/রিসোর্ট নির্মাণের অনুমোদন প্রদানের ক্ষেত্রে বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।
কক্সবাজার ও বগুড়া জেলার বিমানবন্দরের রানওয়ে বৃদ্ধির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, পর্যটন শিল্প বিকাশে উদ্যোগী জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।