রেডিসন ব্লু অতিথিদের আপ্যায়ন ও তাদের দেখাশোনা করাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। রেডিসন ব্লু এটাও মনে করে যে, এই অনিশ্চিত সময়ে মানসিক শান্তির জন্য ভ্রমণ করা বা একান্তে কিছুদিন থাকাটাও যান্ত্রিক জীবনে প্রশান্তির অন্যরকম আত্মতৃপ্তি এনে দেবে। এই কারণে রেডিসন ব্লু ‘ফিল সেফ’ তৈরি করেছে, যা ঢাকায় অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র হোটেল যেখানে অতিথিদের অবস্থানকালীন ঝুঁকি হ্রাস করার জন্য এসজিএস সার্টিফিকেশন অডিট পাস করেছে।
হোটেলটির সুযোগ-সুবিধা
হোটেলটিতে ২০৪টি কক্ষ এবং স্যুইট আছে। কক্ষগুলোয় কিং, কুইন এবং ডবল বেল, ওয়্যারড্রব, চা/কফি প্রস্তুত করা, স্যাটেলাইট সংযোগসহ টেলিভিশন এবং উচ্চগতির ইন্টারনেট সুবিধা আছে। প্রতিদিনের নাস্তা, লন্ড্রি এবং ড্রাই ক্লিনিং, বিমানবন্দর থেকে পরিবহণ, সান্ধ্যকালীন ক্যানাপি ও পানীয়ের ব্যবস্থা আছে। লাউঞ্জ এবং কক্ষ থেকে লোকাল ফোন কল করার সুবিধাও আছে।
৩৬ বর্গফুটের সুসজ্জিত ডিলাক্স রুমগুলোতে টেবিল, ওয়্যারড্রোব, চেয়ারসহ বিভিন্ন আসবাবের ব্যবস্থা আছে। এখানে একটি কুইন অথবা দুটি ডাবল বেড থাকে।২৮ বর্গফুটের সুপারিয়র রুমে একটি কিং অথবা দুটি ডাবল বেড থাকে। সাথে বড় ডেস্ক, চেয়ার ওয়্যারড্রোব ইত্যাদি থাকে।
ব্যবসায়িক উদ্দেশ্যে যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের কথা বিবেচনায় রেখে বিজনেস ক্লাস রুম সাজানো হয়েছে। এখানে প্রতিদিন সকালের নাস্তা পরিবেশন করা করা হয়। এছাড়া সাপ্তাহিক পত্রিকা, লন্ড্রি এবং ড্রাই ক্লিনিং সুবিধা দেয়া হয়। দিনের যেকোন সময় বিজনেস ক্লাস লাউঞ্জে কাটাতে পারেন বিজনেস ক্লাস রুমের অতিথিরা। আর প্রতি সন্ধ্যায় ক্যানাপি ও পানীয় উপভোগ করতে পারবেন। আর অন্যান্য হোটেলের মতই ফ্রি ইন্টারনেট সুবিধা থাকছে।
এক্সিকিউটিভ স্যুট হোটেলের আট তলায় অবস্থিত। এখানে অত্যন্ত সুপরিসর জায়গা আছে। এখানকার গ্রাহকরা বিজনেস ক্লাসের সব সুবিধাই ভোগ করেন। এছাড়া ক্লাব লাউঞ্জের সুবিধা পাওয়া যায়।
ফলে অতিরিক্ত জায়গার জন্য, স্যুটগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন। একটি পৃথক থাকার জায়গা, আরাম ও গোপনীয়তার জন্য দুটি ডাবল বেড বা একটি কিং বেডসহ একটি বেডরুম অন্তর্ভুক্ত। আপনি লিভিং এলাকায় বন্ধু বা সহকর্মীদের সাথে চ্যাট করতে পারেন এবং তারপর একটি শান্ত রাতের ঘুমের জন্য আলাদা বেডরুমে অবসর নিতে পারেন। মানসম্মত সুযোগ-সুবিধা ছাড়াও স্যুটগুলিতে প্রতি সন্ধ্যায় বিনামূল্যে গভীর ঘুমের বালিশ স্প্রে এবং টার্নডাউন পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।
স্পা
দেহ মনের চাঙা ভাব আনার জন্য নারী-পুরুষ উভয়ের জন্য স্পার ব্যবস্থা আছে এখানে। দেহ এবং মুখমন্ডলের সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যারোমাথেরাপি এবং রিফ্লেক্সোলজির সুযোগ আছে।
এখানকার অতিথিরা আউটডোরপুলে শরীর চর্চা, টেনিস খেলা এবং কুর্মিটোলা গলফ কোর্টে গলফ খেলার সুযোগ পান। একটি অত্যাধুনিক জিমনেসিয়ামও আছে।
আমেরিকা ও উত্তর ইউরোপসহ বিভিন্ন বিভিন্ন মহাদেশের খাবার পরিবেশিত হয় এখানে।
ইভেন্ট আয়োজন
এখানে ৩,০০০ বর্গফুটের স্পেস রয়েছে। যেখানে বিয়ের অনুষ্ঠান, ভোজ সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা যায়। এখানে অনুষ্ঠানগুলোর জন্য ক্যাটারিং সার্ভিস দেয়া হয়। এছাড়া রয়েছে খঈউ প্রোজেক্টর।
ঠিকানা ও অবস্থান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কূটনৈতিক পাড়ার নিকটে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ঠিক দক্ষিণ পাশেই এর অবস্থান।
ঠিকানা: রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা- ১২০৬।
জেনারেল কন্ট্যাক্ট: মোবাইল: +৮৮০৯৬৬৬৭৭৪৪৬৬ ইমেইল: sales.dhaka@radisson.com
ফোন: +৮৮০২৯৮৩৪৫৫৪, +৮৮০২৯৮৩৪৫০৪
রিজার্ভেশনের মোবাইল নাম্বার: +৮৮০৯৬৬৬৭৭৪৪৬৬
ইমেইল: reservations.dhaka@radisson.com
টোল ফ্রি রিজার্ভেশন নাম্বার-৮০০৬১৬১২৮৩ (সিঙ্গাপুর)
ইমেইল- reservations.dhaka@radisson.com
ফোন: +৮৮০২৯৮৩৪৫৫১ মিটিং ও ইভেন্টস
ইমেইল- sales.dhaka@radisson.com
ওয়েবসাইট- www.radissonblu.com