সিগাল হোটেল একটি পাঁচতারকা ডিলাক্স হোটেল, যা বাংলাদেশের কক্সবাজারে বঙ্গোপসাগরের মনোরম উপক‚লে অবস্থিত। এর অনবদ্য পরিষেবা, অত্যাশ্চর্য দৃশ্য এবং বিলাসবহুল সুযোগ-সুবিধাসহ সিগাল ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য।
সুগন্ধা পয়েন্টের সাথে লাগোয়া এই হোটেল থেকেই আপনি উপভোগ করতে পারবেন সমুদ্র, পাহাড় আর ঝাউবনের মনোরম দৃশ্য। নজরকাড়া এ হোটেলটি কক্সবাজার বিচের হোটেল মোটেল জোনে অবস্থিত। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে, বাস টার্মিনাল থেকে প্রায় ৪ কিলোমিটার এবং কলাতলী বিচ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই পাঁচ তারকা হোটেল।
আপনি চাইলে নিজস্ব পরিবহণের মাধ্যমেও হোটেলে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে নিতে হবে হোটেল কর্তৃপক্ষের অনুমতি। যেভাবেই যেতে চান না কেনো সুগন্ধা পয়েন্টে আসলেই এই পাঁচ তারকা বিলাসবহুল হোটেলটি আপনার নজর কাড়তে বাধ্য।
অতিথি আপ্যায়নের জন্য এই হোটেলে রয়েছে ১৮২টি রুম। যার মধ্যে রয়েছে রেগুলার রুম, ডিলাক্স রুম, স্যুইট রুম এবং মধুরিমা স্যুইট রুম। আপনি যে ধরনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তার উপর ভিত্তি করে আপনাকে রুম সিলেকশন করতে হবে।
কারণ ডিলাক্স রুম ও রেগুলোর রুমগুলো প্রাকৃতিক দৃশ্যের উপর ভিত্তি করে তৈরি করা। কোনো কোনো রুম থেকে দেখা যায় সাগরের দৃশ্য আবার কোনো কোনো রুম থেকে দেখতে পাবেন পাহাড়ের দৃশ্য।
এই সাগর পাহাড়ের দৃশ্যের উপর ভিত্তি করে রুম প্রতিরাত ভাড়া আপডাউন করবে। এছাড়া সিজন ও পর্যটক অনুসারে ভাড়া কম বেশি হতে পারে।
এবারে জেনে নিই পাঁচ তারকা এই হোটেলে কী কী সুযোগ সুবিধা রয়েছে-
১। কারেন্সি এক্সচেঞ্জ
২। প্রাইভেট বিচ
৩। পার্কিং
৪। লকার রুম
৫। লাগেজ রুম
৬। ফ্রি ওয়াইফাই
৭। ২৪ ঘণ্টা রুম সার্ভিস
৮ । পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
৯ । সংবাদপত্রের ব্যবস্থা ইত্যাদি
১০। সুইমিংপুল
১১। বার
১২। ফিটনেস সেন্টার
১৩। গার্ডেন
১৪। ইনডোর গেম
১৫। চিলড্রেন প্লে জোন
১৬। সাইবার ক্যাফে
১৭। বিজনেস সেন্টার
১৮। কনফারেন্স অ্যান্ড বাংকুয়েট ফ্যাসিলিটিজ
১৯। এয়ারপোর্ট শাটল
২০। টিকিটিং সার্ভিস
২১। লন্ড্রি সার্ভিস
২২। হট টাব
২৩। স্পা
অত্যাধুনিক রুম ও ইন্টেরিয়র সুবিধা সম্বলিত এই হোটেলটি বুকিং দিতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
কক্সবাজার অফিস:
হোটেল মোটেল জোন, কক্সবাজার
টেলিফোন: +৮৮ ০৩৪১ ৬২৪৮০-৯০
মোবাইল : +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩০ (হটলাইন), +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩১-৩৪
ইমেইল: reservations@seagullhotelbd.com
ওয়েবসাইট: www.seagullhotelbd.com
চট্টগ্রাম অফিস:
২১/২২ আখতারুজ্জামান সেন্টার (৭ম তলা)
আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম- ৪১০০
মোবাইল: +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩৮
ইমেইল: salesctg@seagullhotelbd.com
ঢাকা অফিস:
হোয়াইট হাউজ হোটেল
১৫৫, শান্তিনগর, ঢাকা- ১২১৭
ইমেইল : sales@seagullhotelbd.com